মনে পড়ে তবুও

লিখেছেন লিখেছেন মামুন ৩০ ডিসেম্বর, ২০১৫, ১১:০৮:০৪ রাত

পৃথিবীর এবং এর বাইরের সকল মা দের যদি আমি মা ডাকি, সেটা কি আমার অন্যায় হবে?

শীতের এই অবেলায় ছ'তলা ছাদের উপরের পানির ট্যাংক এর ওপরে একা এক ধ্যানমগ্ন যোগির তন্ময়তায় আমি ডুবে আছি। আমার সমগ্র অস্তিত্ব জুড়ে এখন কেবলি আমার মা ছুঁয়ে আছেন! আমার 'হ্যালুসিনেশনে' মা! আর মা। সব দিকেই।

যখন সহস্র নক্ষত্র দিকভ্রান্ত হয়ে বিভ্রান্তির ভ্রান্তিবিলাসে দিশেহারা হয়- তখন একজন মায়ের জন্ম হয়। গতকাল ও এমন সহস্র নক্ষত্রের পতন হয়েছিল।

'পৃথিবী! তুমি বাবুদের জন্য কেন বাসযোগ্য হচ্ছ না?'

'মাদার ইন ম্যানভিলের' কথা মনে আছে? আমি সেই জেরি।

মা কে মনে পড়া দোষের কিছু নয়।

Mother কে মনে পড়া যাবে না।

তবু ও পড়ছে। ।

# অণুগল্প

বিষয়: সাহিত্য

৮৭২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

355779
৩১ ডিসেম্বর ২০১৫ রাত ০১:৩৭
সাদাচোখে লিখেছেন : স্ট্রেইন্জ মুশরিক টাইপ অনুভূতির প্রকাশ হয়েছে লিখাটায়।
একজনের নিজের ইচ্ছা ও প্রত্যাশা, একজনের নিজের বিদ্যা ও বুদ্ধি কোন কাজ এ - অবশ্যই ন্যায় ও অন্যায় দুটোর একটা হবে - ৫০ঃ৫০ সান্স - তবে যত কঠিন বিষয়ে যাওয়া হবে তত ন্যায় হবার সম্ভাবনা কমবে এবং অন্যায় হবার সম্ভাবনা বাড়বে। ডেফিনিটলী ন্যায় হবে না, সঠিক হবে না - কিংবা সম্ভাবনা বাড়বে না।

স্রষ্টাহীন আত্মার অসহায়ত্ব, ড্রাগের কাছে বলি হওয়া ইত্যাদি - হ্যালুসিনেশানের জন্ম দেয় - সো হ্যালুসিনেশান হতে বাহিরে থাকাই ভাল।
355788
৩১ ডিসেম্বর ২০১৫ সকাল ০৫:০৯
কাহাফ লিখেছেন : ভাবনার বিশালতায় নিয়ে যাওয়ার ছোট্ট জানালা হল অনুগল্প! আপনার থেকেই জেনেছি তা!
তবে,এর জন্যেও সেই রকম মানের পাঠক হওয়া চাই! অতি নগন্য আমি সেই পথ মাড়াতে চাইলেও পারি না!

অনুগল্প টি বুঝতে ব্যর্থ হলাম মুহতারাম মামুন ভাই!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File